নরসিংদীর শিবপুরে দুষ্টুমির শাস্তি দিতে ৬ বছরের এক শিশুকে গরুর সঙ্গে বেঁধে পিচঢালা সড়কে টেনেহিঁচড়ে নির্যাতনের অভিযোগে দূরসম্পর্কের মামাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শওকত আলী মিয়াগাঁও গ্রামের মৃত রওশন আলীর ছেলে।
পুলিশ জানায়, গত দুই বছর আগে আহত শিশু নাজমুলের বাবা মারা যায়। এরপর থেকে তার মা নাসরিন বেগম বাবার বাড়ি মিয়ারগাঁও গ্রামে থাকেন এবং স্থানীয় একটি কারখানায় কাজ নেন। শুক্রবার বিকালে শিশু নাজমুল বাড়ির পাশে একটি জমিতে খেলছিল। এ সময় অতিরিক্ত দুষ্টুমি করার কারণে শিশুটির সম্পর্কে মামা শওকত আলী শিশু নাজমুলকে দুই হাত বেঁধে গরুর সঙ্গে বেঁধে দেয়। পরে গরু শিশুটিকে নিয়ে দৌড় দেয়। নাজমুল রাস্তায় পড়ে যায়। তখন গরু তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়।
এতে শিশুটির বুকের নিচে ও পেটসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি হয়। পরে শনিবার দুপুরে শিশুটিকে নিয়ে শিবপুর হাসপাতালে আসেন তার মা ও বোন। এ সময় স্বপন নামে স্থানীয় একজন বিষয়টি ফেসবুকে লাইভ করলে তা ভাইরাল হয়।
পরে সন্ধ্যায় এ ঘটনার বিচার দাবি করে শিবপুর থানায় লিখিত অভিযোগ করেন আহত শিশুটির মা নাসরিন বেগম। এরই পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে মিয়ারগাঁও এলাকায় অভিযান চালিয়ে শওকত আলীকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে শিবপুর থানা পুলিশের ওসি সালাউদ্দিন বলেন, শিশু নির্যাতনের অভিযোগে শওকত আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
More Stories
২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
মৃত্যু বেড়ে ১০৭ দেশে বন্যায়