আগামী সপ্তাহে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্যে ফাইজার/বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটায় জানায় মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন আগামী সপ্তাহে এর অনুমোদন দিবে বলে ধারনা করা হচ্ছে। সংস্থাটির অনুমোদনের পর দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসির উপদেষ্টা কমিটি বৈঠক করে টিকাটি কীভাবে ব্যবহার করা হবে তার সুপারিশ করবে।
একজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে, শিশু ও কিশোর-কিশোরীদের জন্যে ফাইজার কোভিড-১৯ এর টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে।
টিকা অনুমোদনের নির্দিষ্ট দিনক্ষণ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন খাদ্য ও ঔষধ প্রশাসনের একজন মুখপাত্র। তবে তিনি ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেছেন, যথাসম্ভব দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে আমরা এই অনুরোধ পর্যালোচনার কাজ চালিয়ে যাচ্ছি।
যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৬ ও তার বেশি বয়সীদের জন্যে ফাইজারের টিকা ব্যবহার করা হচ্ছে।
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩