01/10/2024

SkbTv Channel Bangla News

ক্রিকেটারদের ঈদের ছুটিতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে

Spread the love

মঙ্গলবার থেকে জাতীয় দলের ক্রিকেটারদের ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে।

আজ সোমবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের প্রাথমিক দলের ঐচ্ছিক অনুশীলন শেষ হয়েছে। ১৭ মে পর্যন্ত ঈদের ছুটিতে থাকবেন ক্রিকেটাররা। ১৮ মে থেকে পুরোদমে শুরু হবে ওয়ানডে সিরিজের অনুশীলন।

করোনাকাল বলেই ঈদের ছুটিতে ক্রিকেটারদের জন্য বিশেষ নির্দেশনা থাকছে বিসিবির। প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের মানতে হবে বিসিবির মেডিক্যাল বিভাগের দেয়া নির্দেশনা। সতর্ক থাকতে হবে সবাইকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘ঈদকে সামনে রেখে আগামীকাল সবার ছুটি হয়ে যাবে। যারা শ্রীলঙ্কা থেকে এসেছেন তাদের তো মন্ত্রণালয় অনুমতি দিয়েছে, টেস্টের রেজাল্ট নেগেটিভ আসলে বাইরে যেতে পারবে।’ শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটাররা কোয়ারেন্টাইন মুক্ত হয়ে অনুশীলনে নেমেছেন গত রবিবার। টানা দুদিন অনুশীলনের পর ছুটিতে যাচ্ছেন মুশফিক, লিটন, তাসকিনরা।

ঈদের সময় ক্রিকেটারদের জনসমাগম হয় এমন জায়গায় যেতে নিষেধ করেছে বিসিবি। সংক্রমণের ঝুঁকি থাকে এমন পরিবেশে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক বলেছেন, ‘তবে আমরা বলবো জনসমাগম এড়িয়ে চলার জন্য। তারা যদি বাইরে যায়, পাবলিক গ্যাদারিংয়ের ভিতর, সেক্ষেত্রে সংক্রমিত হলে আবার একটা ঝামেলা তৈরি হতে পারে।

About The Author


Spread the love