হামাসের রকেট হামলায় দুই ইসরায়েলি নিহত হয়েছে। মঙ্গলবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশকালান শহরে এই ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, হামাসের ছোঁড়া রকেট একটি আবাসিক ভবনে বিস্ফোরিত হলে ২ নারীর মৃত্যু হয়। হতাহতের ঘটনা নিশ্চিত করেছে তেল আবিব। হামাসের পক্ষ জানানো হয় ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে অন্তত ৫০টি রকেট ছোঁড়া হয়।
এর আগে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে শিশুসহ কমপক্ষে ২০ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সোমবার (১০ মে) রাতের অভিযানে আরও ৬৫ জন গুরুতর আহত হয়েছে।
ইউএইচ/
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩