ঈদ আনন্দ উৎসবে দেশের টিভি চ্যানেলগুলোর বিশেষ আয়োজনে থাকছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক নাটক।
ঈদের দিন থেকে শুরু হওয়া ৭ থেকে ১০ পর্বের এসব নাটকের পরিচিতি ও প্রচার সময় তুলে ধরা হলো
দৌড়ের উপর
ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে ১০ পর্বের ধারাবাহিক ‘দৌড়ের উপর’। পারভেজ ইমামের রচনায় এটি পরিচালনা করেছেন সোহেল তালুকদার। অভিনয়ে আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, তুষার মাহমুদ, ওবিদ রেহান।
সৌদি জামাই বিদায় রজনী
বৈশাখী টেলিভিশনে ঈদের দিন থেকে সাতদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রয়েছে ‘সৌদি জামাই বিদায় রজনী। অভিনয়ে মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আব্দুল্লাহ রানা,শিরিন আলম, ফারজানা রিক্তা, রাইসা রিয়া। রচনা সাজ্জাদ স্বপন, পরিচালনায় ফজলুল হক।
আমার বউ সেলিব্রিটি
বৈশাখী টেলিভিশনে রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘আমার বউ সেলিব্রিটি’।হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় এ অভিনয়ে করবেন সিমলা, হাসান জাহাঙ্গীর, নিথর মাহবুব, ড্যানিরাজ, অনন্যা অনু প্রমুখ।
তালমিছরি না হাওয়াই মিঠাই- ২
আরটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘তালমিছরি না হাওয়াই মিঠাই- ২’। সাগর জাহানের পরিচালনা এ নাটকে আছেন মোশাররফ করিম, সারিকা সাবরিন, আরফান আহমেদ, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, রিমু রোজা খন্দকার।
বুড়া জামাই-২
বৈশাখী টেলিভিশনে রাত ৯টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ‘বুড়া জামাই-২’।পরিচালনায় হানিফ খান ও আহমেদ রোহান খান র“বেল। অভিনয়ে জাহিদ হাসান, মীম মানতাশা, আরফান, সাজু খাদেম
শিয়াল বাড়ি-২
বৈশাখী টেলিভিশনে রাত ১০টা ৩০ মিনিটে আছে ধারাবাহিক নাটক ‘শিয়াল বাড়ি-২’। আহসান আলমগীরের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয়ে মৌসুমী হামিদ, রাশেদ সীমান্ত, আমির“ল হক চৌধুরী, আরফান, মিলন ভট্ট।
সুন্দরী বাঈদানী-২
বৈশাখী টেলিভিশনে রাত ১১টা ০৫ মিনিটে প্রচার হবে ‘সুন্দরী বাঈদানী-২’। টিপু আলম মিলনের গল্পে,এটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান।অভিনয়ে ঊর্মিলা শ্রাবন্তী কর, রওনক হাসান, জামিল,রাশেদ মামুন অপু, বড়দা মিঠু, কাজী উজ্জল।
কক্সবাজারে কাকাতুয়া
ঈদে মিডিয়া ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ধারাবাহিক কিশোর উপন্যাস ‘ছোটকাকু’ সিরিজের প্রথম গল্প ‘কক্সবাজারে কাকাতুয়া’। ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন এ সিরিজের নির্মাতা আফজাল হোসেন। এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, জহিরউদ্দিন পিয়ার, শামস্ সুমন প্রমুখ। চ্যানেল আইতে প্রচার হবে সন্ধ্যা ৬.২০ মিনিটে।
বস্ ইজ অলয়েজ রাইট
নাগরিক টিভিতে রাত ১০টায় ঈদের বিশেষ ধারাবাহিক ‘বস্ ইজ অলয়েজ রাইট’। সালাহউদ্দিন লাভলু-সারিকা-নিলয়।
চোরের ওপর বাটপারি
নাগরিক টিভিতে রাত ১০টা ৪৫ মিনিটে ঈদের বিশেষ ধারাবাহিক ‘চোরের ওপর বাটপারি’। হাসান মাসুদ-সাজু খাদেম-নাদিয়া-রুমী।
শেফালির প্রেমিকেরা
এনটিভিতে ঈদের ৭ দিন পর্যন্ত চলবে ‘শেফালির প্রেমিকেরা’। প্রচার হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। রচনা কাজী শাহিদুল ইসলাম, পরিচালনা সাগর জাহান। অভিনয়ে তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল।
চোরের ওপর বাটপারি
More Stories
বাংলাদেশে আসছে শাহরুখের ( পাঠান )
বন্যার্তদের পাশে আমির খান আসামে
অশ্লীল মেসেজ করতেন পিকে! ব্রাজিলিয়ান মডেলকে