23/12/2024

SkbTv Channel Bangla News

সেই রুবেলের চাঞ্চল্যকর স্বীকারোক্তি ১৩ বছর পর জীবিত ফেরা গুম হওয়া

Spread the love

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকের কুড়েরপাড় এলাকার জানু মিয়ার ছেলে রুবেল ওরফে আল আমিন (২১) গত বৃহস্পতিবার ফিরে আসার পর শুক্রবার (২১ মে) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

১৪ বছর আগে রুবেলের মা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৯ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করে। এ মামলায় ২ জন মুক্তিযোদ্ধাসহ আসামিদের অনেকে জেল খেটেছেন। গত বৃহস্পতিবার রুবেল বাড়িতে ফিরে আসলে রাতে মামলার আসামিরা তাকে ধরে সদর থানায় হস্তান্তর করে। শুক্রবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে ১৬৪ ধারায় দেওয়া রুবেলের এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। পরে রুবেল নিজ জিম্মায় তার বাড়িতে ফিরে যান।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত এই মামলার মূল নথিপত্রের সাথে রুবেলের জবানবন্দির রেকর্ড সংযুক্ত করার আদেশ দিয়েছেন। এ ব্যাপারে কি করণীয়, আদালত সে বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দিবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

About The Author


Spread the love