23/12/2024

SkbTv Channel Bangla News

‍শক্তিশালী ড্রোন আনছে ইরান গাজা’ নামে

Spread the love

ফিলিস্তিনের অবরুদ্ধ ‘গাজা’ উপত্যকার নামে বিশাল আকারের নতুন ড্রোন উন্মোচন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। মূলত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এটির নামকরণ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র বরাতে জানা যায়, আজ শুক্রবার (২১ মে) আইআরজিসি’র জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে বড় আকৃতির এই ড্রোনটি উন্মোচন করা হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, বড় আকৃতির কৌশলগত ড্রোন গাজা উন্মোচনের মধ্যদিয়ে দেশের ড্রোন শক্তি আরো অনেক বেড়ে গেছে। ড্রোনটি আকৃতিতে অনেক বড়। এই ড্রোনটির মাধ্যমে ইরানের সামরিক কৌশলে বেশ পরিবর্তন আসবে। তাছাড়া শক্তিও বেড়ে যাবে বহুগুণ।

জানা গেছে ড্রোনটি টানা ৩৫ ঘন্টা আকাশে উড়তে সক্ষম। একসাথে ১৩টি বোমা নিয়ে আঘাত হানতে পারে ৫০০ কিলোমিটার দূরে গিয়ে। এছাড়া প্রায় ৩৫ হাজার ফুট ওপর দিয়েও উড়তে পারে এটি। আগামী কয়েক মাসের মধ্যেই এই ড্রোনের কয়েক পরীক্ষা সম্পন্ন করে তা সামরিক বাহিনীতে যুক্ত করা হবে।

About The Author


Spread the love