জামালপুরের মাদারগঞ্জে নিজ বাড়ি থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ১৩ বছর বয়সের এক স্কুল ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধারাবাহিক ধর্ষণের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।জানা যায়, ভোক্তভোগী ওই কিশোরী স্থানীয় এক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তাকে পাশের বাড়ির দুলাল শেখের মাদকাসক্ত ছেলে স্বপন (২৫) ও কোয়ালিকান্দী গ্রামের শুকর আলী ফকিরের ছেলে মোটরসাইকেল চালক সাফিউল (২৩) শুক্রবার দিবাগত রাতে তার ঘরে প্রবেশ করে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে যায়। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার জামথল এলাকার একটি বাড়িতে আটকে রেখে একাধিক বার ধর্ষণ করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত শামছুল হুদা খান জানান, এ ঘটনার ওই কিশোরী ভাই ফরিদুল বাদী হয়ে ধর্ষক স্বপনকে প্রধান আসামী ও সহযোগী সাফিউলকে আসামী করে মামলা করে। রবিবার ভোরে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ নিজ বাড়ি থেকে আসামী ধর্ষকের সহযোগী সাফিউলকে গ্রেফতার করে।
More Stories
২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
মৃত্যু বেড়ে ১০৭ দেশে বন্যায়