23/12/2024

SkbTv Channel Bangla News

যে কারণে ফ্রান্সে জরিমানার মুখে গুগল!

Spread the love

অনলাইন বিজ্ঞাপনের অপব্যবহার, বাজারে একচেটিয়া দখলদারিত্ব -এমন সব অভিযোগে গুগলকে জরিমানা করেছে ফ্রান্স।

জানা গেছে, বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এই জরিমানা করেছে ফ্রান্স। জরিমানা বাবদ সার্চ ইঞ্জিন জায়েন্টকে দিতে হবে ২২০ মিলিয়ন ইউরো।

গুগলের বিরুদ্ধে অভিযোগ, বেআইনি পথে ওয়েবসাইট ও অ্যাপে দেয়া একচেটিয়া বিজ্ঞাপন দ্বারা বাজার দখলে রাখতে চাইছে সংস্থাটি। সেই জন্যই সংস্থাটিতে জরিমানার মুখে পড়তে হয়েছে।

গুগলের বিরুদ্ধে অভিযোগ করেছে সে দেশের তিনটি সংবাদমাধ্যম। তাদের অভিযোগ, অ্যাড অকশন সার্ভিসের অপব্যবহার করছে গুগল ৷ ফলে এতে তাদের বিজ্ঞাপন কমে যাচ্ছে।

অভিযোগ, কোনো সংস্থা বা ব্যক্তি বিজ্ঞাপন দিতে চাইলেই, গুগল কেবলমাত্র নিজেদের বিজ্ঞাপন সেবাকেই সেই ক্লায়েন্টের সামনে পেশ করছে ৷ ফলে সাধারণ ওয়েবসাইট ও অ্যাপগুলো প্রতিযোগিতায় গুগলের সঙ্গে পেড়ে উঠছে না।

যদিও গুগলের দাবি, পুরো পদ্ধতিটি পরিবর্তন করা হচ্ছে ৷ আগামী কয়েক মাসের মধ্যেই, তা পরীক্ষামূলকভাবে শুরু হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

About The Author


Spread the love