24/12/2024

SkbTv Channel Bangla News

বিনা মূল্যে দেখুন ইতালির সিনেমা

Spread the love

বিনা মূল্যে দেখুন ইতালির সিনেমা

অনলাইনে বিনা মূল্যে দেখা যাবে ইতালির ছবি। গতকাল থেকে শুরু হয়েছে, দেখা যাবে ২০ জুন পর্যন্ত। ২৬টি ছবি দেখার সুযোগ শুধু বাংলাদেশিদের জন্য। ইতালীয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম মাই মুভিজে ছবিগুলো দেখা যাবে। ছবি দেখতে এই লিংকে ক্লিক করুন https://www.mymovies.it/ondemand/iic/। এ ছাড়া Italiana–র ভিমিও চ্যানেলেও ছবি দেখার সুযোগ আছে। ছবিগুলোর মধ্যে থাকছে প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য ও নীরিক্ষাধর্মী চলচ্চিত্র।‘নিও নরমালে ইতালীয় সিনেমার পুনর্জাগরণ’ শিরোনামের এই প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাস। সহযোগিতায় ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছবি দেখানোর পাশপাশি তিনটি অনলাইন সেশনও হবে। থাকছে ইতালীয় চিত্রনাট্যকার ও পরিচালক জোভানি রব্বিয়ানোর তত্ত্বাবধানে ‘কোভিড উত্তর সমকালীন ইতালীয় চলচ্চিত্র’ বিষয়ে মাস্টারক্লাস।
থাকবে ভারতীয় সমালোচক ও লেখক সঞ্জয় মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে ‘আর্ট অব ইতালিয়ান সিনেমা: টেক্সট ও কনটেক্সট’ এবং ‘ইতালিয়ান সিনেমা মাস্টার্স: টেক্সুয়াল অ্যানালাইসিস’ বিষয়ে দুটি আলোচনা। এই আয়োজনগুলো ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার অফিশিয়াল ফেসবুক পাতায় দেখা যাবে।
গতকাল বিকেলে অনলাইনে এই আয়োজনের উদ্বোধন হয়। অতিথি ছিলেন ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা এবং ইন্টারন্যাশনাল একাডেমি অব মিডিয়া অ্যান্ড ফিল্মের নির্বাহী পরিচালক বিবেশ রায়।

About The Author


Spread the love