14/01/2025

SkbTv Channel Bangla News

তাইওয়ানের আকাশে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমানের মহড়া!

Spread the love

তাইওয়ানের আকাশে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমানের মহড়া!

উত্তেজনা বাড়িয়ে আবারও তাইওয়ানের আকাশ সীমায় হানা দিলো রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান। আজ বুধবার দ্বীপ রাষ্ট্রটির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার প্রায় ২৮টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেনটিফিকেশন জোনে অনুপ্রবেশ করে। এটি এখন পর্যন্ত তাইওয়ানে চীনের সবচেয়ে বড় আক্রমণাত্মক মহড়া।
বিবিসি বলছে, মহড়া অংশ নেয় জে-১৬, জে-১১ ও এইচ-৬-এর মতো শক্তিশালী বোমারু বিমান। এই যুদ্ধবিমানগুলো পারমাণবিক অস্ত্র, সাবমেরিনবিধ্বংসী ও ইলেকট্রনিক অস্ত্র বহন করতে সক্ষম।
ধারণা করা হচ্ছে, সোমবার ন্যাটো জোট থেকে চীনকে চ্যালেঞ্জ করে কড়া বক্তব্য দেওয়ায় সতর্কবার্তা হিসেবে এই মহড়া চালানো হয়েছে। এর আগে এপ্রিলে ২৫টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানে মহড়া চালায়।

About The Author


Spread the love