30/09/2024

SkbTv Channel Bangla News

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ

Spread the love

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্বশত্রুতার জের ধরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঞ্ছারামপুর-ছলিমাবাদ সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আহত ওই ব্যক্তির নাম বেলাল হোসেন (৩৪)। তিনি উপজেলার আইয়ুব গ্রামের মৃত মো. কারণ মিয়ার ছেলে। ঘটনার পর আহত বেলাল হোসেনের বড় ভাই কামাল হোসেন বলেন, ‘আমার ভাই কয়েক বছর আগে প্রবাস থেকে ফিরে অনেকটা প্রায় পাগল হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছলিমাবাদে এক ফকিরের বাড়িতে যাওয়ার পথে প্রতিবেশী মাহাবুব এবং তাঁর সহযোগী ইউসুফসহ আরও কয়েকজন আমার ভাইকে হাতুড়ি ও কাঠ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। মারধরের শিকার হয়ে আমার ভাই অজ্ঞান হয়ে পড়েছে। এখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছে।’পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা যায়, বেলাল হোসেনের সঙ্গে প্রতিবেশী কাছু মিয়ার ছেলে মাহাবুব আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে বেলাল বাড়ি থেকে ছলিমাবাদ গ্রামে তাঁর পীর আবদুল মালেকের বাড়ির উদ্দেশে রওনা করেন। পথে হামলার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাহবুব আলমের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি শুনেছেন। তবে এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।

About The Author


Spread the love