24/12/2024

SkbTv Channel Bangla News

বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে নির্যাতন, ভিডিও ভাইরাল হওয়ার পর আটক ২

Spread the love

বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে নির্যাতন, ভিডিও ভাইরাল হওয়ার পর আটক ২

শরীয়তপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। নির্যাতনের অভিযোগে দুজন যুবককে আটক করেছে পুলিশ। শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের চরস্বর্ণঘোষ গ্রামের কুদ্দুস আকনের বাড়িতে এক সপ্তাহ আগে ওই নির্যাতনের ঘটনা ঘটে।
আজ নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এ ঘটনা জানাজানি হয়। ভিডিও দেখে নির্যাতনকারী দুজনকে শনাক্ত করেছেন পুলিশ। তবে ওই তরুণীকে শনাক্ত করা যায়নি।
রবিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে চরস্বর্ণঘোষ গ্রাম থেকে দুই যুবককে আটক করা হয়। তারা হলেন- চরস্বর্ণঘোষ গ্রামের নুরুল ইসলাম শরীফের ছেলে জাকির হোসেন শরীফ জামির (৩৫) ও ছাত্তার ফকিরের ছেলে দবির ফকির (২১)।
১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গভীর রাতে একটি বসতঘরের সিঁড়ি বারান্দায় এক তরুণী বসে আছেন। তাঁর পাশে বসে ও দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুজনকে। তাঁরা কথা বলছিলেন। একপর্যায়ে তরুণীকে পেটাতে শুরু করেন একজন। ভিডিওটি দেখার পর পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন ঘটনাটি ঘটে ইউনিয়নের চরস্বর্ণঘোষ গ্রামের কুদ্দুস আকনের বাড়িতে।
কুদ্দুস আকনের স্ত্রী রহিমা বেগম বলেন, সপ্তাহখানেক আগে রাতে হঠাৎ একটি মেয়ে ঘর খুলতে বলেন। তিনি ভয়ে দরজা না খুলে বিষয়টি মুঠোফোনে এক আত্মীয়কে জানান। পরে সেই আত্মীয়ের পরামর্শে তিনি দরজা আটকে ঘরেই বসে থাকেন। এর কিছুক্ষণ পর চিৎকার ও মারধরের শব্দ শুনতে পান। তবে ভয়ে তিনি দরজা খুলে বাইরে কী ঘটছে, তা দেখার সাহস পাননি।
তুলাসার ইউপি চেয়ারম্যান জাহিদ ফকির বলেন, নির্যাতনের শিকার তরুণীকে মাসখানেক ধরে ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরতে দেখেছেন স্থানীয় লোকজন। কিন্তু কেউ তাঁর ঠিকানা, পরিচয় বলতে পারেননি।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ভিডিওটি পুলিশের হাতে এসেছে। ইতিমধ্যে শনাক্ত করে জামির ও দবিরকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে ওই তরুণীকে শনাক্ত করা যায়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই বলেন, তরুণীকে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে দেখতে পাই। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানাই। তারা শনাক্ত করে দুজনকে আটক করেছে। বিষয়টির খোঁজখবর রাখছি।

About The Author


Spread the love