23/12/2024

SkbTv Channel Bangla News

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সংসদে যা বললো: শিক্ষামন্ত্রী

Spread the love

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সংসদে যা বললো: শিক্ষামন্ত্রী

দেশে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। তাই এই মুহুর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি অবান্তর বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এসময় তিনি বলেন এই মুহুর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাস্থ্যসম্মত ও বিজ্ঞানসম্মত নয়।
বুধবার সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের বিভিন্ন প্রস্তাবের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিজ্ঞান বলছে, শতকরা ৫ শতাংশ বা তার কমে সংক্রমণের হার না নামা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাস্থ্যসম্মত নয়। বিজ্ঞানসম্মত নয়। এখন সংক্রমণের হার প্রায় ২৪ শতাংশ। কোনো কোনো জেলায় সংক্রমণ ৫০ শতাংশ বা তারও ঊর্ধ্বে। এই সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি আদৌ যৌক্তিক কিনা, তা ভেবে দেখার দরকার আছে। কারণ এ সংসদ জাতির জন্য সিদ্ধান্ত গ্রহণ করে।’
ডা. দিপু মনি আরো বলেন, ‘বিজ্ঞানকে অস্বীকার করে বৈশ্বিক সংকট করোনা অতিমারির মধ্যে আমরা চলতে পারি না।’
‘বিশ্বের উন্নত দেশগুলো বিভিন্ন সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেষ্টা করেছিল জানিয়ে করে তিনি আরো বলেন। তারা খোলার পর সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর আবারো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।’
তিনি বলেন, ‘উন্নত দেশগুলোতে যেখানে শ্রেণিকক্ষে ২০-২৫ জনের শিক্ষার্থীর বেশি বসে না। আমাদের এখানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গায়ে গায়ে লেগে বসে থাকে। সেখানে খোলার প্রশ্নটা একেবারেই অবান্তর।’

About The Author


Spread the love