23/12/2024

SkbTv Channel Bangla News

আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ সূচি, দেখবেন যেভাবে

Spread the love

আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ সূচি, দেখবেন যেভাবে

কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল শেষ হয়েছে। ইতিমধ্যে ব্রাজিল, আর্জেন্টিনাসহ চার দল সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এ গ্রুপে থাকা আর্জেন্টিনা ছাড়া বাকিরা সবাই বাদ পড়লেও বি গ্রুপ থেকে সেমিতে জায়গা করে নিয়েছে তিনটি দল। আগামী মঙ্গলবার ভোর ৫টায় ব্রাজিলের বিপক্ষে পেরুর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ফাইনালে উঠার লড়াই। সরাসরি খেলাটি দেখা যাবে ভারতীয় চ্যানেল সনি নেটওয়ার্কে।
চলতি আসরে সবকয়টি ম্যাচেই অপরাজিত ব্রাজিল ও আর্জেন্টিনা। সেমি-ফাইনালে তাদের সঙ্গী হিসেবে থাকছে কলম্বিয়া ও পেরু। প্রথম কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে উঠে আসে পেরু। একই দিন দ্বিতীয় ম্যাচে দশজন নিয়ে চিলিকে হারিয়ে সেমিতে পা রাখে ব্রাজিল।
এদিকে, উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠেছে কলম্বিয়া। একই দিন ইকুয়েডরকে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিতে পা রাখে লিওনেল মেসিরা। কোপার এই আসরে যৌথভাবে আয়োজন হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। তবে দেশ দুটির সাম্প্রতিক পরিস্থিতির কারণে আসরটি ব্রাজিলে নিয়ে আসা হয়। তারপরেও দুদলের মধ্যে একদলের ফাইনালে খেলার সুযোগ তো থাকছেই।

About The Author


Spread the love