30/09/2024

SkbTv Channel Bangla News

ছিঃ কীভাবে এই দৃশ্যটি আমি দেখি!

Spread the love

ছিঃ কীভাবে এই দৃশ্যটি আমি দেখি!

র্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে বইছে নিন্দার ঝড়। পুরো দেশের মানুষ এখন আতঙ্কিত। বাধ্য হয়ে রাজপথ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিবাদী আওয়াজ তুলেছে। সেই সুরে কণ্ঠ মিলিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
ধর্ষণের বিরুদ্ধে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফেসবুকে লিখেছেন, ‘ছিঃ কীভাবে এই দৃশ্যটি আমি দেখি! ফোনে ফোনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই নির্মম নিষ্ঠুর ভিডিও আমারই দেশে তৈরি। এও বিশ্বাস করতে হবে? আমারই কোনো বোনকে লাঞ্ছনায় নরকের অতলে পৌঁছে দিচ্ছে আমারই পাশের বাড়ির এক ছেলে, এও আমাকে দেখতে হবে আমারই ভাইয়ের রক্তে ভেজা লাল–সবুজের দেশে?
নিষ্পাপ শিশু, সরল আদিবাসী, বেড়াতে যাওয়া আনন্দিত স্ত্রী, ঘরের কোণে সংসারী মা-সবাই হয়ে যাচ্ছে নরকের অঙ্গারে পোড়া ছবি। একের পর এক এই সর্বনাশা ঢেউ কোথায় ভাসিয়ে নিচ্ছে আমাদের? তাহলে কি মেনে নিতে হবে, ধর্ষণের অতিমারিই আমাদের গন্তব্য?না। এই পরিণতি আমরা কখনোই মেনে নেব না। এ যদি পৌরুষ হয়, তাকে আমি বলি, ছিঃ। সবাই কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলি, ছিঃ। আর, তুমি এই হৃদয়ে উঠে এসো, দুঃখিনী বোনটি আমার।’

About The Author


Spread the love