13/01/2025

SkbTv Channel Bangla News

রাশিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানের ১৯ আরোহীর মরদেহ উদ্ধার

Spread the love

রাশিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানের ১৯ আরোহীর মরদেহ উদ্ধার

রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে বিধ্বস্ত হওয়া বিমানের ১৯ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে মোট ২৮ জন আরোহী ছিলেন। ধারণা করা হচ্ছে, আরোহীদের সবার মৃত্যু হয়েছে। রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনাস্থল থেকে ১৯টি মরদেহের নানা অংশ উদ্ধার করা হয়েছে।
৫০ জনের বেশি উদ্ধারকর্মী বিমানটি বিদ্ধস্ত হওয়ার স্থানে অভিযান পরিচালনা করছেন। তবে ঘন কুয়াশা ও ঝড়ো বাতাসের কারণে বেশ কিছু সময় উদ্ধারকাজ বন্ধ ছিল। জানা গেছে, বিমানের ২৮ আরোহীর মধ্যে ২২ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক ছিল।
এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ দিনের শোক ঘোষণা করেছেন কামচাতকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ। নিহত ব্যক্তিদের পরিবারকে ৪৭ হাজার মার্কিন ডলার করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়া তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন গভর্নর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি।

About The Author


Spread the love