ঘরের মাঠেই ধবলধোলাই হলো শ্রীলংকা ক্রিকেট দল। বিশ্বকাপের ঠিক আগে কলম্বোয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায় দাসুন শানাকার নেতৃত্বাধীন লংকান দলটি।
প্রথম দুই খেলায় হেরে আগেই সিরিজ হাতছাড়া করে স্বাগতিকরা। মঙ্গলবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমে বিপাকে পড়ে যায় শ্রীলংকা। ২৮ রানে ৩ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে।
সহজ টার্গেট তাড়া করতে নেমে রেজা হেনরিক্সকে সঙ্গে নিয়ে ৩২ বল আগেই ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত করেন সাবেক অধিনায়ক কুইন্টন ডি কক। দলের জয়ে ৫৯ ও ৫৬ রানে অপরাজিত থাকেন ডি কক ও হেনরিক্স।
More Stories
হারলে সিরিজ হাতছাড়া
প্রথম নারী রেফারি ফুটবলে
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ