গাজীপুরের কাপাসিয়ায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে নিখোঁজের তিন দিন পর আনারস বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ।
উদ্ধারকৃত ব্যক্তি কাজল চন্দ্র বর্মন (২৮) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পুনারশাল এলাকার শুনিল চন্দ্র বর্মণের ছেলে। তিনি উপজেলার সদর ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের গৌরাঙ্গ চন্দ্র বর্মনের মেয়ের জামাই।
সূত্র জানিয়েছে, কাজলের স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা। এক সপ্তাহ আগে শ্বশুরবাড়িতে নিজের চিকিৎসা এবং স্ত্রীকে দেখার জন্য আসেন তিনি।
কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খাঁন বলেন, নিহতের বাড়ি ভালুকা উপজেলায়। তার মাথায় সমস্যা ছিল। বুধবার বিকালে তিনি বাসা থেকে শেভ হওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেননি।
ওসি আরও বলেন, শুক্রবার সকাল সাড়ে নটায় বড়জোনা শহিদ মাস্টারের আনারস বাগান থেকে কাজল চন্দ্র বর্মনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
More Stories
যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, তিনজন আটক I
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর জখম ছাত্র, থানায় মামলা