23/12/2024

SkbTv Channel Bangla News

মেসি-রোনালদো বেতন পান কে কত?

Spread the love

পিএসজিতে লিওনেল মেসি কত বেতন পান- সেই তথ্য ফাঁস হওয়ার দিনেই জানা গেল ম্যানচেস্টার ইউনাইটেডে কত বেতন পান ক্রিশ্চিয়ানো রোনালদো।

দীর্ঘ এক যুগ পর ঘরের ছেলে রোনালদোকে ঘরে ফেরায় ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর এই ফেরায় তার আয় কত- এ নিয়ে গুঞ্জন ছিল। ইংলিশ দৈনিক ডেইলি মেইল সেই তথ্য ফাঁস করেছে।

অন্যদিকে ফরাসি দৈনিক লে’কিপ পিএসজিতে লিওনেল মেসির বেতন কত- সেই খবর ফাঁস করে দিয়েছে।

পিএসজিতে ৩ মৌসুমে প্রায় ১১০০ কোটি টাকা পাবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রথম মৌসুমে মেসি পাবেন ৩ কোটি ইউরো। পরের দুই মৌসুমে ৪ কোটি ইউরো করে বেতন পাবেন মেসি।

ম্যানচেস্টার ইউনাইটেডে বছরে ২ কোটি ২০ হাজার ডলার তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৪ কোটি ৭৪ লাখ টাকা পাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ম্যানচেস্টারে যোগ দেওয়ার আগে জুভেন্টাসে বছরে রোনালদো পেতেন ২ কোটি ৬০ লাখ পাউন্ড।

এ হিসাব অনুযায়ী জুভেন্টাসের তুলনায় প্রায় ৬০ লাখ পাউন্ড বেতন কমে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা।

বেতন, বোনাস, এনডোর্সমেন্ট, ব্যবসায়িক লেনদেন এবং অন্যসব খাত মিলে রোনালদোর মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ কোটি ডলার। জানা যায়, রোনালদোর চেয়ে লিওনেল মেসির মোট সম্পদের পরিমাণ বেশি।

About The Author


Spread the love