ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর এ নিয়ে তৃতীয় ম্যাচে গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিন ম্যাচে ৪টি গোল করেছেন পর্তুগিজ এ সুপারস্টার।
রোববার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ২-১ গোলে। শেষ দিকে রীতিমতো রুদ্ধশ্বাস নাটক হয়েছে। ম্যাচে তিনবার রোনালদোর পেনাল্টির দাবি বাতিল হয়েছে।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে পিছিয়ে থেকেও দারুণ জয়ের আনন্দে মাঠ ছাড়ল উলে গুনার সুলশারের দল।
খেলার ৩৫ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। আর ৮৯ মিনিটে দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন জেসে লিনগার্ড।
More Stories
হারলে সিরিজ হাতছাড়া
প্রথম নারী রেফারি ফুটবলে
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ