23/12/2024

SkbTv Channel Bangla News

পাঞ্জাবির ময়লা পরিষ্কারের নাম করে আকরাম হোসেন নামে এক বৃদ্ধের কাছ থেকে এক লাখ টাকা নিয়ে উধাও হয়েছে ২ প্রতারক।

Spread the love

পাঞ্জাবির ময়লা পরিষ্কারের নাম করে আকরাম হোসেন নামে এক বৃদ্ধের কাছ থেকে এক লাখ টাকা নিয়ে উধাও হয়েছে ২ প্রতারক। শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা নান্দাইল বাজারে একটি সরকারি বাণিজ্যিক ব্যাংকের শাখা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নান্দাইল মডেল থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাটিসাভার গ্রামের বাসিন্দা আকরাম হোসেন একটি সরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে এক লাখ টাকা উত্তোলন করে বের হন। টাকা নিয়ে দুধমহাল নামক স্থানে আসার পর দুই যুবক ওই বৃদ্ধকে বলে চাচা আপনার পাঞ্জাবিতে ময়লা পড়েছে (মানুষের পায়খানা)। এ কথা বলে ময়লা পরিষ্কার করে দেওয়ার জন্য নলকূপের কাছে নিয়ে যায় ওই বৃদ্ধকে।
এক যুবক পাঞ্জাবিতে লাগানো ময়লা পরিষ্কার করতে থাকে। এ সময় সঙ্গে থাকা যুবক এক লাখ টাকার বান্ডেল নিয়ে সরে যায়। বৃদ্ধ ১০-১৫ মিনিট পর বিষয়টি বুঝতে পেরে কান্না শুরু করলে আশপাশের লোকজন এসে বিষয়টি জানতে পারেন। এ সুযোগে অপর যুবকও পালিয়ে যায়।
উক্ত বিষয়ে নান্দাইল মডেল থানায় অজ্ঞাত যুবকদের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
নান্দাইল মডেল থানার ওসি মো. মিজানুর রহমান আকন্দ জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নান্দাইল ব্যাংকের আশপাশে মাঝে মধ্যেই এ ধরনের ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ রয়েছে।
ওই ব্যাংকের ম্যানেজার ব্যাংক থেকে ১ লাখ টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

About The Author


Spread the love