আশুলিয়ায় একটি পরিত্যক্ত ডোবা থেকে এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার খোকন নামে এক ব্যক্তির মালিকানাধীন পরিত্যক্ত ডোবা থেকে নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। নবজাতকটির বয়স ১ দিন বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা ওই এটি ফেলে গেছেন তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়না তদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
More Stories
যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, তিনজন আটক I
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর জখম ছাত্র, থানায় মামলা