কাতার বিশ্বকাপ বাছাইপর্বে আগামী তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল।
২৫ সদস্যের এই স্কোয়াডে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলা সেই ৮ ফুটবলারকে রেখেছেন কোচ তিতে।
গত মাসের শুরুর দিকে ইপিএলের ক্লাবগুলোর অনাগ্রহে সেই আট ফুটবলারকে দলে ডেকেও পায়নি। কারণ যুক্তরাজ্য থেকে ব্রাজিল গেলে ১৪ দিনের কোয়ারেন্টিন ও যুক্তরাজ্যে ফেরার পর ১০ দিনের কোয়ারেন্টিন থাকতে হবে যেকোনো ব্যক্তিকে। তাই তাদের ছাড়াই দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামে ব্রাজিল।
সেই আইনের এখনো কোনো পরিবর্তন হয়নি। কিন্তু তারপরও ইপিএলে খেলা ৮ ফুটবলার- আলিসন, ফ্যাবিনিও, এডেরসন, গ্যাব্রিয়েল জেসুস, থিয়াগো সিলভা, ফ্রেড, রাফিনিয়া ও এমেরসন স্কোয়াডে সুযোগ পেয়েছেন। এ ব্যাপারে ব্রাজিলের টিম কোঅর্ডিনেটর জুনিনিও পাউলিস্তা বলেন, ‘ফিফা, প্রিমিয়ার লিগ ও যুক্তরাজ্য সরকারের সঙ্গে আমরা অনেক ইতিবাচক আলোচনা করেছি। আমাদের বিশ্বাস, আগামী সপ্তাহে এর ইতিবাচক একটা সমাধান হবে। এ কারণেই আমরা তাদের দলে ডেকেছি।আইনের কোনো পরিবর্তন না হলে ক্ষতিগ্রস্ত হতে পারে ইপিএলের ক্লাবগুলো। কারণ কোনো ফুটবলারকে জাতীয় দলের জন্য না ছাড়লে সেই ফুটবলারকে পাঁচদিনের জন্য নিষিদ্ধ করবে ফিফা। অন্যদিকে ছেড়ে দিলেও কোয়ারেন্টিনের কারণে তাকে ছাড়াই খেলতে হবে বেশ কিছু ম্যাচ।
More Stories
হারলে সিরিজ হাতছাড়া
প্রথম নারী রেফারি ফুটবলে
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ