23/12/2024

SkbTv Channel Bangla News

চট্টগ্রামে প্রায় এক মাস ধরে নিখোঁজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

Spread the love

চট্টগ্রামে প্রায় এক মাস ধরে নিখোঁজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তার নাম রিদুয়ানুলক হক। রিদুয়ান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র।
সোমবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রিদুয়ানের মা শামীমা আক্তার।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, গত ২৪ আগস্ট রিদুয়ান তার দুই ব্যবসায়িক পার্টনার রফিকুল ইসলাম এবং আবু বক্কর তাকিরকে নিয়ে মোটরসাইকেলযোগে বান্দরবান নাইক্ষ্যংছড়ি কম্বলিয়া এলাকায় তাদের মৎস্য প্রজেক্টের উদ্দেশ্যে রওনা হয়।
পরে প্রজেক্টের কেয়ারটেকার জানায়, প্রজেক্টে পৌঁছায়নি তারা । নিখোঁজের পর থেকে রিদুয়ান এবং তার দুই বন্ধুর মোবাইল ফোন বন্ধ রয়েছে।
এদিকে ঘটনার পরপরই বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও আজও নিখোঁজ রিদুয়ানসহ দুই তার বন্ধু। উৎকণ্ঠিত পরিবার রিদুয়ানসহ নিখোঁজ দুই বন্ধুকে উদ্ধারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
সংবাদ সম্মেলনে রিদুয়ানের মা শামীমা আক্তার এবং মামা মো. ইউনুছসহ অন্যরা উপস্থিত ছিলেন।

About The Author


Spread the love