30/09/2024

SkbTv Channel Bangla News

রাশিয়ার সঙ্গে যৌথভাবে প্রতিরক্ষা শিল্পে কাজ করতে আগ্রহী তুরস্ক।

Spread the love

রাশিয়ার সঙ্গে যৌথভাবে প্রতিরক্ষা শিল্পে কাজ করতে আগ্রহী তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, বিশেষ করে আমরা সাবমেরিন ও ফাইটার জেট নিয়ে কাজ করতে চাই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে তুরস্ক ফেরার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জানা গেছে, তুরস্কে আরো ২টি পারমানবিক বিদ্যুতকেন্দ্র নির্মাণের জন্য রাশিয়াকে প্রস্তাব দিয়েছেন এরদোয়ান। এর প্রেক্ষিতে পুতিন উভয় দেশের যৌথ উদ্যোগে মহাকাশ প্রযুক্তিতে কাজ করার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের তীব্র চাপ সত্ত্বেও রাশিয়ার তৈরি এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় ব্যাচ কেনারও অঙ্গীকার ব্যক্ত করেছেন এরদোয়ান।
গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে পৃথকভাবে আলাপকালে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ-ও দুই দেশের মধ্যে আরও সহযোগিতার কথা বলেন। তিনি বলেন, দুই নেতা সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাব্য ধারাবাহিকতা এবং এস-৪০০ ও অন্যান্য বিষয়ে বিশদ আলোচনা করেছেন। এ প্রক্রিয়া থেকে পেছানোর প্রশ্নই উঠে না।
সূত্র: রয়টার্স।

About The Author


Spread the love