মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে অটোরিকশা ছিনতাই চক্রের এক নারী সদস্যকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। বুধবার (০৬ অক্টোবর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। আটক শারমিন আক্তার উপজেলার শাখারপাড় গ্রামের মামুনের স্ত্রী।
রাজৈর থানার এসআই মীর নাজমুল হোসেন জানান, মাগুরা এলাকার হৃদয় নামে এক ব্যক্তি স্ত্রী পরিচয়ে শারমিনকে নিয়ে চরমস্তফাপুর থেকে অটোরিকশা ভাড়া করে টেকেরহাটের দিকে রওনা হয়। পথে চালক সোহান তালুকদারকে মিষ্টি খাইয়ে অজ্ঞান করে কুমার নদের পাড়ে ফেলে দিয়ে হৃদয় অটোরিকশা চালিয়ে টেকেরহাটের দিকে চলে যায়। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে হৃদয়কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বর্তমানে ইজিবাইকচালক সোহান এবং ছিনতাইকারী হৃদয় রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন
More Stories
যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, তিনজন আটক I
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর জখম ছাত্র, থানায় মামলা