বরগুনায় ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাজার থেকে তাদের আটক করা হয়।
এ সময় টেনিস বলের মধ্যে রাখা ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক হওয়া দুজন হলো- বাছির উদ্দিন তার বাড়ি কিশোরগঞ্জ ও রুবেলের বাড়ি বামনা উপজেলায়।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই মাদকের ব্যবসা করত তারা। বিভিন্ন সময়ে তাদের ব্যবসার রুট পরিবর্তন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফুলঝুড়ি বাজারে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে। পরে অভিযানে তাদের কাছ থেকে টেনিস বলে মোড়ানো ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অভিযান পরিচালনা করেন এসআই সুশীল কুমার, এসআই মাসুম বিল্লাহ, এএসআই জালাল আহমেদসহ সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে বরগুনার ডিবি পুলিশের ওসি আব্দুর রহমান বলেন, টেনিস বলে ইয়াবা বিক্রি করতো এরা। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটা টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
More Stories
যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, তিনজন আটক I
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর জখম ছাত্র, থানায় মামলা