24/12/2024

SkbTv Channel Bangla News

পানিতে ডুবে ফাতিমা ও রাফিল নামে দুই শিশুর মৃত্যু হয়েছে

Spread the love

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফাতিমা (৩) ও রাফিল (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিশু ফাতিমা চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট গ্রামের ফোরকান বয়াতীর মেয়ে। আর রাফিল একই ইউনিয়নের নয়ারচর গ্রামের মাহবুল হাওলাদারের ছেলে। দুজনেই খেলাধুলা করতে গিয়ে বাড়ির আঙিনার পুকুরে পড়ে মারা যায়।
জানা গেছে, ওই দিন সকাল সাড়ে ১০টায় ফাতিমা ও দুপুর ১২টায় রাফিলের লাশ নিজেদের বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে তারাই লাশ উদ্ধার করেন।
একই ইউনিয়নে দেড় ঘণ্টার ব্যবধানে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় পরিবার-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মাদ মিজান বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। লাশ দুইটি উদ্ধার করে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

About The Author


Spread the love