অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় চলে এসেছে ভারতীয় ডানহাতি মিডিয়াম পেসার শিখা পান্ডের একটি বল। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান অ্যালিসা হিলিকে দুর্দান্ত একটি বলে বোল্ড করে দেন শিখা। সেই বল নিয়ে ক্রিকেটবিশ্বে হইচই পড়ে গেছে।
অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম ওভারেই হিলিকে ফিরিয়ে দেন শিখা। বল মাটিতে পড়ে এতটাই টার্ন নিয়েছে যে হিলি পুরো বোকা বনে গেছেন! ওই ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়। ওয়াসিম জাফরের মতো সাবেক ক্রিকেটার এটাকে নারীদের ক্রিকেটে ‘শতাব্দীর সেরা বল’ হিসেবে আখ্যা দিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘নারীদের ক্রিকেটে শতাব্দীর সেরা বল। মাথা নীচু করে স্যালুট জানাই শিখা পান্ডেকে।’
শনিবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে যায় ভারত। স্মৃতি মন্ধানা (১), শেফালি বর্মা (৩), জেমাইমা রদ্রিগেস (৭) কেউ দাঁড়াতে পারেননি। একা লড়ে যাচ্ছিলেন হরমনপ্রীতই (২৮)। শেষ দিকে পূজা বস্ত্রকরের ২৬ বলে ৩৭ রানের ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১১৮ রান। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও খুব একটা আহামরি খেলতে পারেননি। বেথ মুনির ৩৪ এবং শেষ দিকে তাহলিয়া ম্যাকগ্রাথের অপরাজিত ৪২ রানে তারা ৪ উইকেটের জয় পায়।
More Stories
হারলে সিরিজ হাতছাড়া
প্রথম নারী রেফারি ফুটবলে
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ