মুলাদীতে প্রায় দুই বছরের পুরনো আত্মহত্যাকারী এক নারীর দেহাবশেষ চুরির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাতে উপজেলার চরকালেখান ইউনিয়নের চরকালেখান আমতলা এলাকায় সবুজ সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
রোববার সকালে ওই কবরটি খোঁড়া, কাফনের কাপড় এবং পাশে জুতা পাওয়া যায়।
স্থানীয়দের ধারণা, ভণ্ড ফকিরের প্রতারণার শিকার হয়ে কেউ এ কাজ করে থাকতে পারে। বিভিন্ন এলাকায় অপপ্রচার রয়েছে যে, আত্মহত্যাকারী নারীর হাড় দিয়ে জাদুটোনা, ফকিরি তদবির দেওয়া হয়।
সবুজ সরদার জানান, তার মেয়ে মীম প্রায় দুই বছর আগে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার পর রীতি অনুযায়ী দাফন করা হয়। দীর্ঘদিন ধরে ওই কবরটি অক্ষত ছিল। শনিবার রাতে কে বা কাহারা কবর খুঁড়ে তার মেয়ের হাড়-গোড় চুরি করে নেয়। রোববার সকালে কবরটি খোঁড়া এবং পাশে জুতা ও কাফনের কাপড় দেখে চুরির বিষয়টি জানতে পারেন।
মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, কবর থেকে দেহাবশেষ চুরির বিষয়টি রহস্যজনক। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
More Stories
যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, তিনজন আটক I
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর জখম ছাত্র, থানায় মামলা