নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানার বাথরুমে প্রাণনাশের ভয় দেখিয়ে এক পরিছন্নকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার বিকালে ফতুল্লার শিল্পনগরী বিসিক শাসনগাঁও এলাকায় একটি কারখানার বাথরুমে এ ঘটনা ঘটে।
এতে সোমবার সকালে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন ওই পরিছন্নকর্মী।
মামলায় উল্লেখ করা হয়, নওগাঁ জেলার আত্রাই থানার মধুগুরনই গ্রামের আ. লতিফের ছেলে রুবেল ওই কারখানায় চাকরি করে। একই কারখানায় চাকরি করায় ২৯ বছর বয়সের নারী পরিছন্নকর্মীকে কারখানার বাথরুম পরিষ্কার করার সময় একা পেয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় রুবেল।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, মামলা হয়েছে। রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
More Stories
যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, তিনজন আটক I
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর জখম ছাত্র, থানায় মামলা