23/12/2024

SkbTv Channel Bangla News

২ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার সুপারিশ ভারতে

Spread the love

ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি) দুই থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকা প্রয়োগের সুপারিশ করেছে। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে হায়দ্রাবাদভিত্তিক ভারত বায়োটেক গত সেপ্টেম্বরে ১৮ বছরের কম বয়সীদের ওপর কোভ্যাক্সিনের ট্রায়াল পরিচালনা করে। অক্টোবরের শুরুতে ওষুধ নিয়ন্ত্রকের কাছে ওই ট্রায়াল সংক্রান্ত তথ্য জমা দেওয়া হয়। সেই তথ্য পর্যালোচনা করে শিশুদের ওপর কোভ্যাক্সিন প্রয়োগের ছাড়পত্র দিয়েছে সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি)।

কোভ্যাক্সিন প্রয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। চূড়ান্ত অনুমোদন পেলে এটি হবে শিশুদের ওপর প্রয়োগের অনুমোদন পাওয়া দ্বিতীয় টিকা। গত আগস্টে জাইডাস ক্যাডিলার তিন ডোজের ডিএনএ টিকা ১২ বছরের বেশি বয়সী শিশুদের ওপর প্রয়োগের অনুমোদন পায়।

গত সেপ্টেম্বরে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল সেরাম ইনস্টিটিউটের টিকা নোভাভ্যাক্স সাত থেকে ১১ বছর বয়সীদের ওপর পরীক্ষার অনুমোদন দেয়। অনুমোদন পেলে এটিই হতে যাচ্ছে শিশুদের জন্য তৃতীয় টিকা।

সূত্র: এনডিটিভি।

About The Author


Spread the love