23/12/2024

SkbTv Channel Bangla News

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

Spread the love

মানিকগঞ্জের হরিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় হরিরামপু-মানিকগঞ্জ সড়কের কৌড়ী কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সাটুরিয়া উপজেলার তিল্লি এলাকার মামুন মিয়া (২৫) ও মানিকগঞ্জ সদর উপজেলার পুর্ববেতিলা গ্রামের সবুজ মিয়া (২৪)। আহত হয়েছেন হরিরামপুর উপজেলার পাড়াগ্রাম বিজয়নগর এলাকার কার্তিক (২৭)।
মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলিফ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেছেন। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে গেছে, সন্ধ্যার দিকে হরিরামপুর উপজেলা ঝিটকা কলেজ গেট এলাকায় দ্রুতগতির দুটি মোরসাইলেকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই মোটরসাইকেলের তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহতের খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

About The Author


Spread the love