24/12/2024

SkbTv Channel Bangla News

লিটনকে হারাল বাংলাদেশ শুরুতেই সৌম্য

Spread the love

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিয়েছে স্কটল্যান্ড। ওমানের রাজধানী মাসকটের আল আমিরাত স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪০ রান সংগ্রহ করেছে স্কটিশরা। তবে রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি।
ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় মাত্র ৮ রানেই সাজঘরে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার। ৫ বলে ৫ রান করেছেন তিনি। প্রতিবেদন লেখার সময় টাইগারদের স্কোর ২ ওভারে ১০ রান। লিটন দাস ৪ ও সাকিব ১ রানে ব্যাট করছেন।
এর আগে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। ৫৬ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে ৫১ রানের জুটি গড়েন ক্রিস গ্রিভস ও মার্ক ওয়াট। গ্রিভস ২৮ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ওয়াট করেন ১৭ বলে ২২ রান। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান এসেছে ওপেনার জর্জ মানসির ব্যাট থেকে।

About The Author


Spread the love