23/12/2024

SkbTv Channel Bangla News

পরিবারের কাছে যেতে দিচ্ছে না ইসরাইল কারামুক্ত ফিলিস্তিন নারীকে

Spread the love

সদ্য কারামুক্ত এক ফিলিস্তিনি নারীকে গাজায় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না ইসরাইল।
তিনি স্বামী ও ৭ স্থান নিয়ে অবরুদ্ধ গাজায় গত ২০ বছর ধরে বসবাস করে আসছেন। খবর মিডলইস্ট আইয়ের।
নাসরিন আবু কামেল নাম ওই ফিলিস্তিনিকে ৬ বছর আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী।
তখন থেকেই তিনি ইসরাইলের কারাগারে বন্দি ছিলেন। গত রোববার কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরতে চাইলে গাজা উপত্যকায় ইসরাইলের চেকপোস্টে তাকে আটকে দেওয়া হয়।
নাসরিনের জন্ম ইসরাইলের হাইফা শহরে। তিনি ফিলিস্তিন বংশোদ্ভূত ইসরাইলের নাগরিক অর্থাৎ আরব ইসরাইলি।
২০০০ সালে ফিলিস্তিনি যুবক হাজেম আবু কামেল (বর্তমানে ৫০ বছর বয়স) ইসরাইলে কাজ করতে গিয়ে নাসরিনের প্রেমে পড়েন। পরে তারা বিয়ে করে গাজায় বসবাস শুরু করেন।
২০১৪ সালে হাইফা গিয়ে সেখানকার বন্দরের একটি ছবি তুলেছিলেন নাসরিন। ২০১৫ সালে ওই ছবিটির জন্য তাকে ফিলিস্তিনের চর আখ্যায়িত করে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী।
এর পর থেকে ছয় বছর ধরে ইসরাইলের ড্যামোন কারাগারে বন্দি রাখা হয় নাসরিনকে। রোববার কারাগার থেকে ছাড়া পেলেও পরিবারের সঙ্গে আর দেখা করতে পারেননি তিনি

About The Author


Spread the love