একটি বহুতল ভবনে আগুন লেগেছে রাজধানীর গুলশানে । ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে ।
শুক্রবার রাতে গুলশান-২ নম্বরের ১৪তলা বিশিষ্ট ইউনিমার্ট ভবনের তৃতীয় তলায় এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগে। রাত ৯টায় আমাদের কন্ট্রোল রুম খবর পায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।
গুলশান থানার ওসি আবুল হাসান জানান, গুলশান-২ নম্বরের ইউনিমার্ট ভবনের তৃতীয় তলায় একটি রেস্তোরাঁয় আগুন লাগে। আগুন প্রায় নিভে গেছে। এতে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
More Stories
যৌন উত্তেজক ওষুধ বিক্রির নামে প্রতারণা, তিনজন আটক I
এই পদত্যাগে সরকারের কোনো ক্ষতি হবে না: তথ্যমন্ত্রী
শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর জখম ছাত্র, থানায় মামলা