24/12/2024

SkbTv Channel Bangla News

টাকা নিলেন প্রধান শিক্ষক টিকার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে

Spread the love

শিক্ষার্থীর সরকারি টিকা দেওয়ার কথা বলে পরিবহণ ও নাস্তা বাবদ প্রত্যেকের কাছ থেকে ২শ টাকা করে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে খোদ প্রধান শিক্ষক আতাউর রহমানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে।

টিকা দেওয়াকে পুঁজি করে প্রধান শিক্ষক আতাউর রহমান প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে পরিবহণ ও নাস্তার খরচের নামে ২শ টাকা করে প্রায় লক্ষাধিক টাকা উত্তোলন করেন। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী জানায়, টিকা গ্রহণের কথা বলে আমাদের কাছ থেকে ২শ টাকা করে নিয়েছেন স্যার। এ ঘটনা জানাজানি হলে তোপের মুখে পড়ে সবার টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষক।

এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, আগামীকালের মধ্যে সব টাকা ফেরত দেওয়া হবে।

ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারা খাতুন বলেন, বিষয়টি আমি শুনেছি। ইউএনও টাকা ফেরত দিতে বলেছেন।উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা জানান, টাকা উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক আমি প্রধান শিক্ষককে টাকা ফেরত দিতে বলেছি।

About The Author


Spread the love