গ্রেপ্তার হয়ে প্রায় দুমাস জেল খেটেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী, বিশিষ্ট ব্যবসায়ী রাজ কুন্দ্র পর্নো-কাণ্ডে ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে রাজ কুন্দ্র বলেছেন, তিনি কখনও পর্নোগ্রাফির সঙ্গে জড়িত ছিলেন না।
সংবাদমাধ্যমের সমালোচনা করে রাজ কুন্দ্র বলেন, অনেক পোর্টাল তাকে দোষী ঘোষণা করে ফেলেছে। একে ‘মিডিয়া ট্রায়াল’ আখ্যা দিয়ে তিনি বলেন, এতে তার ব্যক্তিগত গোপনীয়তা অরক্ষিত হয়েছে।
রাজ কুন্দ্র যুক্ত করেন, মানুষ হিসেবে এতে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার পরিবারও হয়রানির শিকার হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচকতা ছড়িয়েছে।
তিনি আরও বলেন, এই পুরো পর্বটি একটি জাদুকরি শিকার ছাড়া কিছুই ছিল না। বিষয়টি বিচারাধীন, তাই আমি ব্যাখ্যা করতে পারছি না। তবে আমি বিচারের মুখোমুখি হতে প্রস্তুত এবং বিচার বিভাগের প্রতি আমার পূর্ণ আস্থা আছে, যেখানে সত্যের জয় হবে।
রাজ কুন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, পর্নো (প্রাপ্তবয়স্ক ছবি) বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দিতেন। পরে মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ মুম্বাইয়ের জুহুতে রাজ ও শিল্পার বাড়িতে অভিযান চালায়। ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ রাজ কুন্দ্রকে গ্রেফতার করে।
More Stories
বাংলাদেশে আসছে শাহরুখের ( পাঠান )
বন্যার্তদের পাশে আমির খান আসামে
অশ্লীল মেসেজ করতেন পিকে! ব্রাজিলিয়ান মডেলকে