সুপারস্টার অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে জুটি বেঁধেছেন সারা আলী খান। মুক্তির প্রতীক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘আতরাঙ্গি রে’। সিনেমায় দেখা যাবে— অক্ষয়কে ভালোবাসেন সারা। কিন্তু পরিবার তাকে জোর করে বিয়ে দেয় ধানুশের সঙ্গে। বিয়ের পরও প্রেমিককে ভুলতে পারেন না। আবার একপর্যায়ে গিয়ে স্বামীকেও ছাড়তে চান না।
সম্প্রতি করন জোহরের ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে এসে তিনি জানান বিবাহিত পুরুষই তার অধিক পছন্দ! ‘আতরাঙ্গি রে’ সিনেমাটির মুক্তি উপলক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সারা। এরই অংশ হিসেবে করন জোহরের অনুষ্ঠানে যান। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়- এমন চারজন অভিনেতার নাম বলুন, যাদের বর হিসেবে চাইবেন?
সময়ক্ষেপণ না করে সারা জানান, তিনি রণবীর সিং, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান ও বিজয় দেবারাকোন্ডাকে চান। সারার জবাব শুনে করন বলে ওঠেন- ‘তাদের স্ত্রীরা কিন্তু দেখছে!’ পাল্টা জবাব দেন সারাও। বলেন- ‘আশা করি তাদের স্বামীরাও দেখছেন’।
প্রসঙ্গত, ‘আতরাঙ্গি রে’ সিনেমাটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। এর সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী এ আর রহমান।
More Stories
বাংলাদেশে আসছে শাহরুখের ( পাঠান )
বন্যার্তদের পাশে আমির খান আসামে
অশ্লীল মেসেজ করতেন পিকে! ব্রাজিলিয়ান মডেলকে