23/12/2024

SkbTv Channel Bangla News

কেন এত মোটা হয়ে গেছ

Spread the love

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির মিষ্টি হাসি, উচ্ছ্বল অভিনয়ে একটা সময় মুগ্ধ হতো দর্শক। কিন্তু বিয়ে, বিচ্ছেদ, সাহসী রূপে সোশ্যাল মিডিয়ায় হাজির হওয়া ইত্যাদি কারণে গত কয়েক বছরে কেবল সমালোচনাই কুড়িয়েছেন তিনি।
এবার শ্রাবন্তীর অনুসারীদের দাবি, অভিনেত্রীর ওজন বেড়েছে। এ কারণে তার সৌন্দর্যেও নাকি ভাটা পড়েছে।
এক অনুসারী মন্তব্য করেছেন- ‘মোটা হতে হতে ফেটে যাও!’, আরেকজন লিখেছেন- ‘এত মোটা হয়ে গেছ কেন?’, কেউ আবার অশ্রাব্য ভাষায়ও মন্তব্য করেছে শ্রাবন্তীর ইনস্টাগ্রামে।
শ্রাবন্তী সম্প্রতি যুক্ত হয়েছেন নতুন একটি সিনেমায়। নাম ‘ভয় পেয়ো না’। এটি নির্মাণ করবেন অয়ন দে। সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে ওমকে। তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন এতে।
কলকাতার ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ডস বা ফাফডার মনোনয়ন তালিকা প্রকাশের দায়িত্ব পেয়েছেন শ্রাবন্তী। সেই তালিকাই ছোট ছোট ভিডিওর মাধ্যমে ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন অভিনেত্রী। এ সময় তার পরনে ছিল লাল রঙের শর্টগাউন। এ ভিডিও দেখেই অনুসারীরা নানারকম মন্তব্য করেছেন।

About The Author


Spread the love