14/01/2025

SkbTv Channel Bangla News

দর্শকদের বের করে দেয় পুলিশ স্টেডিয়াম থেকে

Spread the love

জুতোয় করে মদপান করায় মেলবোর্ন স্টেডিয়াম থেকে দর্শকদের বের করে দিতে বাধ্য হয় ভিক্টোরিয়া পুলিশ। অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে সোমবার মেলবোর্নে এমন ঘটনা ঘটে।
মেলবোর্নের দর্শকদের আনন্দ চরমে পৌঁছায় ঘরের ছেলে মার্কাস হ্যারিস এবং স্কট বোল্যান্ডের দারুণ পারফরম্যান্সে। মার্কাস হ্যারিস ৭৬ রান করেন। অন্যদিকে স্কট বোল্যান্ড অভিষেক টেস্টেই একই ওভারে দুই উইকেট শিকার করেন।
তাদের এমন পারফরম্যান্সে দর্শকরা স্টেডিয়ামেই তুমুল সেলিব্রেশনে মেতে উঠেন। তাদের সেলিব্রেশন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিরিক্ত মদ্যপান করে অসভ্য আচরণের জন্য স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয় বেশ কিছু দর্শককে।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ভিক্টোরিয়া পুলিশ স্টেডিয়ামে থেকে শতাধিক দর্শককে বের করে দেয়। অভিযোগ, অতিরিক্ত মদ্যপানের সঙ্গে গালিগালাজের বন্যা বইয়ে দিচ্ছিল মদ্যপ সমর্থকদের একাংশ।
তারা জুতোয় করে মদ্যপান করে। এতে স্টেডিয়ামে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। বাইরে বের করে দেওয়া হয় উচ্ছৃঙ্খল দর্শকদের।

About The Author


Spread the love