23/12/2024

SkbTv Channel Bangla News

ওম-শ্রাবন্তী সাতপাকে বাঁধা

Spread the love

চিত্রনায়ক ওম মাথায় দিয়ে টোপর  প্রস্তুত বর । এমন ঝলক নিজেই প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী। বোঝালেন রসায়ন ভালোই জমবে। ভুল বোঝার অবকাশ নেই। কারণ সেটা পর্দায়।
লাল টুকটুকে বেনারসি, শরীরভরা সোনার গহনা ও মালায় সেজে খাঁটি বাঙালি কনে কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি দেখে যে কেউ ভাববেন, ফের বিয়ের পিঁড়িতে বসলেন নাকি!
নবাগত পরিচালক অয়ন দে’র ‘ভয় পেও না’ সিনেমার পোস্টার শুটে এমন রূপে ধরা দিয়েছেন ওম-শ্রাবন্তী। ‘ভয় পেও না’ সিনেমায় স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ওম-শ্রাবন্তীকে।
আগামী ৪ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে এই সিনেমার। বছরখানেক আগে ‘হুল্লোড়’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ওম-শ্রাবন্তী। তবে সেবার তাদের সহ-অভিনেতা ছিলেন দর্শনা ও সোহম।

About The Author


Spread the love