24/12/2024

SkbTv Channel Bangla News

সেরা দশে বুমরা কোহলির অবনমন

Spread the love

বুধবার প্রকাশিত আইসিসি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বিবেচনা করা হয়েছে শুধু দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজের প্রথম টেস্টের পারফরম্যান্স।
ভারতের সেঞ্চুরিয়ন-দুর্গ জয়ের তিন নায়কই কাল সুখবর পেলেন। ম্যাচে পাঁচ উইকেট নিয়ে টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে সেরা দশে ফিরেছেন পেসার জাসপ্রিত বুমরা।
তিন ধাপ এগিয়ে নয়ে উঠে এসেছেন তিনি। দুই ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন আরেক পেসার মোহাম্মদ শামি। তিনি নিয়েছিলেন আট উইকেট।
সেঞ্চুরির সুবাদে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১৮ ধাপ এগিয়ে লোকেশ রাহুল এখন ৩১ নম্বরে। ব্যাট হাতে ব্যর্থ তার অধিনায়ক বিরাট কোহলি দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন নয়ে।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাদা এক ধাপ এগিয়ে ছয়ে ও লুঙ্গি এনগিডি ১৬ ধাপ এগিয়ে উঠেছেন ৩০ নম্বরে।

About The Author


Spread the love