কনসার্ট দেখতে গিয়ে ‘বন্দুকযুদ্ধে’ স্ত্রী হারালেন প্যারাগুয়ের তারকা ফুটবলার ইভান তোরেস।
প্যারাগুয়ের সংবাদমাধ্যম বলছে, অলিম্পিয়া ক্লাবের তারকা ফুটবলার তোরেস গুলিবিদ্ধ স্ত্রী ক্রিস্টিনা ভিতা আরান্দাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের হোসে ফ্লোরেস অ্যাম্ফিথিয়েটারে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
ক্রিস্টিনা ছাড়াও সেই বন্দুকযুদ্ধে মার্কোস ইগনাসিও রোহাস নামে আরও এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন চারজন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্যারাগুয়ের ক্লাব চেরো পোর্টেনোর হয়ে ক্যারিয়ার শুরু করেন ইভান। ২০১৪ সালের ডিসেম্বর থেকে অলিম্পিয়ার হয়ে খেলছেন তিনি। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় তিনি অক্ষত থাকলেও স্ত্রীর মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
More Stories
হারলে সিরিজ হাতছাড়া
প্রথম নারী রেফারি ফুটবলে
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ