23/12/2024

SkbTv Channel Bangla News

কমেছে মৃত্যু ও শনাক্ত

Spread the love

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে। সর্বশেষ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৯২ জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫৩ শতাংশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এর আগে গতকাল রবিবার (১৩ ফেব্রুয়ারি) করোনায় ২৮ জনের মৃত্যু হয়। একই সময়ে ৩২ হাজার ৫৭৪ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৮৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

About The Author


Spread the love