উক্রেনের বিরুদ্ধে চলছে রাশিয়ার সর্বাত্মক হামলা। ইউক্রেনের প্রধান শহরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার কিছু আগে টেলিভিশনে ভাষণে পুতিন ইউক্রেনে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেন। এর পরপরই ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্যান্য শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা যা ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওডেসার কাছে একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।ওডেসার আঞ্চলিক প্রশাসন এক বিবৃতিতে বলেছে, ’১৮ জন মারা গেছেন। এই মুহূর্তে আমরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছি। আজ সামরিক অভিযান শুরু হওয়ার পর এটাই সবচেয়ে বড় একক হামলা
ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে জোটের পক্ষ থেকে সেনা পাঠানোর কোনো ‘পরিকল্পনা’ নেই। মস্কো ইউক্রেনের চারপাশে সৈন্য মোতায়েনের পর থেকেই বলে আসছে তারা ইউক্রেনকে সামরিক সহায়তা দিলেও রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেবে না
ক্রেমলিন বলেছে, ইউক্রেনে সামিরক অভিযান কতদিন চলবে তা ‘ফলাফল’ এর উপর নির্ভর করবে। যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ অভিযান স্থায়ী হবে। তাদের বিশ্বাস, রুশ নাগরিকেরা ইউক্রেনে মস্কোর এই সামরিক অভিযানকে ’সমর্থন’ করবে।
রাশিয়ার সেনাবাহিনী বলেছে, পূর্ব ইউক্রেনে মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনী অগ্রসর হচ্ছে এবং একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নিচ্ছে
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রথম ঘণ্টায় ৪০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা এবং প্রায় ১০ জন বেসামরিক নাগরিক মারা গেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহযোগী ওলেক্সি আরেস্টোভিচ আজ সাংবাদিকদের এ কথা বলেছেন।
ফ্রান্স বলেছে, ইউক্রেনের প্রতি তার সব ধরনের সমর্থনকে আরও জোরদার করবে
ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর ব্যারেলপ্রতি তেলের দাম পৌঁছল ১০০ ডলারে। ২০১৪ সালের পর এই মূল্য সর্বোচ্চ। বিবিসির একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে
রাজধানী কিয়েভ থেকে পালানাের চেষ্টা করছে লোকজন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি: যদি কেউ রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে তবে মস্কোর প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক
ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, তারা রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শান্ত থাকুন ও ইউক্রেনের রক্ষকদের ওপর বিশ্বাস রাখুন। রাশিয়া বিষয়টি অস্বীকার করেছে
ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশিরা ইচ্ছে করলে যাতে পোল্যান্ডে ঢুকতে পারেন, সে ব্যাপারে সহায়তা দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আজ ভোরে পুতিনের সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পরই ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা চালানো হয়। ভোরে রাজধানীতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শহরটিতে এটাই প্রথম বোমা হামলা
মারিয়া কাশকোস্কা নামের কিয়েভের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বোমা হামলার শব্দে আমি জেগে উঠেছিলাম। আমি একটি ব্যাগ গুছিয়ে পালানোর চেষ্টা করেছিলাম পরে তিনি কিয়েভ মেট্রো স্টেশনের ভিতরে আশ্রয় নিয়েছিলেন।
ইউক্রেনের ওপর রাশিয়ার হামলাকে প্ররোচনাহীন এবং অযৌক্তিক বলে নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়াকে এই পদক্ষেপের চড়া মূল্য দিতে হবে। আজ বৃহস্পতিবার পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরই মার্কিন প্রেসিডেন্ট একটি বিবৃতি জারি করেন। তাতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে রাশিয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হতে পারে তা খুব শিগগিরই স্পষ্ট করবেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া এখন যেকোনো দিন ‘ইউরোপে একটি বড় যুদ্ধ’ শুরু করতে পারে। তিনি রাশিয়ার নাগরিকদের প্রতি এর বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন। বুধবার স্থানীয় সময় দিবাগত গভীর রাতে এক ভাষণে জেলেনস্কি বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘আমি রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। ফলাফল : নীরবতা। ’
বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
ইমানুয়েল ম্যাক্রোঁ: জাতির উদ্দেশ্যে এক ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘আমরা ইউক্রেনে রাশিয়ার এই আক্রমণের বিরুদ্ধে শান্ত, দৃঢ় সংকল্প ও ঐক্যবদ্ধভাবে জবাব দেব। ‘ এ ঘটনা ’ইউরোপ এবং আমাদের দেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট।
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩