ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায়। আলোচনার জন্য প্রস্তুত রাশিয়ার প্রতিনিধি দল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।
পেসকভ বলেন, আজ দিনের দ্বিতীয়ার্ধে সন্ধ্যার দিকে আমাদের প্রতিনিধি দল ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করছে। তবে আজকের বৈঠক কোথায় হতে পারে তা উল্লেখ করেননি তিনি।আগের বৈঠকে উভয় পক্ষ কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও, আবার আলোচনায় বসার বিষয়ে সম্মত হয়েছিল। সোমবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশের গোমেলে প্রথম দফা আলোচনায় বসেন। বৈঠকের বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
More Stories
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়ার সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশুসহ উদ্ধার ৩