25/12/2024

SkbTv Channel Bangla News

দখল নিলো রাশিয়া ইউক্রেনের পুরো খেরসন

Spread the love

আগ্রাসনের সপ্তম দিনের মাথায় ইউক্রেনের অন্যতম বৃহত্তম শহরে খেরসনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। এমনটাই দাবি করছে রাশিয়া। এক পেওরিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার সরকারি গণমাধ্যম স্পুটনিক নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২ মার্চ) সকালে কৃষ্ণসাগরের গুরুত্বপূর্ণ শহর ও শিল্পকেন্দ্র খেরসনের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।খেরসনে মেয়র ইগর কলিখায়েভ বলেছেন, শহরের প্রধান ট্রেন স্টেশন এবং বন্দর রুশ বাহিনীর দখলে চলে গেছে।
আবার শহরের এক কাউন্সিলর বিবিসিকে বলেছেন, খেরসনে অন্তত ২০০ জন নিহত হয়েছেন। তাদের অনেকেই বেসামরিক লোক।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত রাশিয়া যেসব শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, তার মধ্যে খারসন সবচেয়ে বড় শহর। এখানে প্রায় তিন লাখ মানুষের বসবাস। কৌশলগতভাবে এ শহর রুশ সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হয়ে উঠতে পারে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার বাহিনী ইউক্রেনে ৬০টিরও বেশি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এতে দেড় হাজারের বেশি সামরিক অবকাঠামোর ধ্বংস হয়েছে।

About The Author


Spread the love