23/12/2024

SkbTv Channel Bangla News

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ পরস্পরের বিরুদ্ধে

Spread the love

রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি না মানার অভিযোগ করেছে। রাশিয়ার অভিযোগ, ‘ইউক্রেনের জাতীয়তাবাদীরা’ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে যুদ্ধকবলিত মারিউপোল এবং ভলনোভাখাত শহরে স্থানীয় সময় সকাল ৯টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।
রাশিয়া ইউক্রেনের কথিত জাতীয়তাবাদীদের অভিযুক্ত করার পর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা দাবি করেছে, মস্কোই যুদ্ধবিরতি মানছে না।ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার অব্যাহত গোলাগুলি বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া, ওষুধ ও খাদ্য সরবরাহের জন্য মানবিক করিডর খোলার প্রক্রিয়াকে অসম্ভব করে তুলছে।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের দুটি শহরের বেসামরিক নাগরিকদের নিরাপদে এলাকা ছাড়ার জন্য মানবিক করিডর খুলে দিতে সাময়িকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। মস্কোর স্থানীয় সময় শনিবার ১০টায় এই করিডর খুলে দেওয়া হবে।
ইউক্রেনে রাশিয়ার হামলার দশম দিনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র : বিবিসি

About The Author


Spread the love